BREAKING: কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, হু হু করে বেরচ্ছে ধোঁয়া

BREAKING: কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, হু হু করে বেরচ্ছে ধোঁয়া

নিজস্ব সংবাদদাতা, মস্কো: করোনা আক্রান্তদের চিকিৎসা চলছিল এমন এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার মস্কোর উত্তরের একটি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই হাসপাতালে ৭০০ করোনা আক্রান্তের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ২০০ জনকে এদিন হাসপাতাল থেকে বের করে আনা হয়।

রাশিয়ার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। একতলা থেকে আগুন ছড়াতে শুরু করে। হু হু করে ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। অনেকেই অসুস্থ হয়ে পড়ে। করোনা আক্রান্ত রোগীদের কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

এদিকে, ইতালি, স্পেন ও আমেরিকার পর এবার করোনাভাইরাসের ভয়াল রূপ দেখছে রাশিয়া। সেখানে মাত্র ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয় শুক্রবার। এছাড়া, একদিনে করোনায় নতুন করে মারা গেছে ১০৪ জন।

শনিবার রাশিয়ার সরকারে পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

জানা গিয়েছে, রাশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ৬৭৬ জন। মারা গেছেন ১ হাজার ৮২৭ জন।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। প্রথমে রয়েছে আমেরিকা।


MOSCOW: A fire broke out at a hospital where Corona victims were being treated.  One person was killed in the blaze.

 The blaze broke out at a hospital in northern Moscow on Saturday.  It is learned that 700 corona patients are undergoing treatment at the hospital.  Of these, 200 people were brought out of the hospital on that day.

 According to Russian media reports, the hospital's intensive care unit caught fire.  The fire started spreading from the first floor.  Hu Hu can be seen coming out of the smoke.  Panic spread among the patients.  Many fell ill.  It is unknown at this time what he will do after leaving the post.

 Meanwhile, after Italy, Spain and America, this time Russia is seeing a terrible form of coronavirus.  There, in just 24 hours, 10,617 people were infected with the corona virus on Friday.  Besides, 104 people died anew in Corona in one day.

 This was announced by the Russian government on Saturday.

 It is known that 1 lakh 96 thousand 6 people have been infected with corona virus in Russia so far.  1,626 people died.

 Russia has the fifth highest number of coronavirus cases in the world.  America is first.


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open
নবীনতর পূর্বতন