Lockdown 4.0: চতুর্থ লকডাউনে কী কী খুলছে? বন্ধই বা থাকছে কী কী? জানুন বিশদে



Lockdown 4.0: চতুর্থ লকডাউনে কী কী খুলছে? বন্ধই বা থাকছে কী কী? জানুন বিশদে




 সোমবার থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জারি করেছে নয়া নির্দেশিকা। চতুর্থ দফায় লকডাউনে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে বন্ধও থাকছে নানা পরিষেবা। একনজরে দেখে নেওয়া যাক কী কী খুলছে আর কী কী বন্ধ থাকছে লকডাউন 4.0-এ।




নিষেধাজ্ঞা কীসে?




* অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় বিমান পরিষেবাই চতুর্থ লকডাউনে বন্ধ থাকবে।




* বন্ধ থাকবে মেট্রো রেল পরিষেবা।




* স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে চতুর্থ লকডাউনে।




* বন্ধ থাকবে হোটেল-রেস্তোরাঁ। তবে হোম ডেলিভারির জন্য রেস্তোরাঁর রান্নাঘর খোলা রাখা যাবে।




* ৩১ মে পর্যন্ত বন্ধ সব সিনেমা হল, শপিং মল, জিমন্যাশিয়াম, স্যুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম।




* ক্রীড়াঙ্গন ও স্টেডিয়ামগুলি খোলার নির্দেশ দেওয়া হলেও সেখানে কোনও দর্শককে ঢুকতে দেওয়া হবে না।




* লকডাউন ফোরে সব সামাজিক, রাজনৈতিক, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক, খেলাধূলা, ধর্মীয় অনুষ্ঠান ও জমায়েতও নিষিদ্ধ।




* ধর্মস্থান জনগণের জন্য বন্ধ থাকবে।




* বজায় থাকবে নাইট কারফিউ। অর্থাত্‍‌ সন্ধে সাতটা থেকে সকাল সাতটায় গতিবিধিতে নিষেধাজ্ঞা।




* ৬৫ বছরের উপরে বৃদ্ধ, অন্তঃসত্ত্বা ও শিশুদের বাড়িতে থাকতে হবে।




কোথায় ছাড়?




* আন্তঃরাজ্য যাত্রীবাহী বাস ও গাড়ির চলাচল করতে পারবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ সম্মতি প্রয়োজন।




* সর্বাধিক ৫০ জন অতিথিকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়েছে।




* শেষকৃত্যে থাকতে পারবেন সর্বাধিক ২০ জন।




* দোকানগুলিতে বলা হয়েছে, গ্রাহকদের থেকে ৬ ফিট দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে।




* রেড জোনে অনাবশ্যকীয় জিনিস বিক্রিতে অনুমতি দেওয়া হয়েছে ই-কমার্সকে।




* রিকশা, অটোরিকশা, ট্যাক্সি চলাচলে অনুমতি। খুলবে সেলুন।




* সোশ্যাল ডিসট্যানসিং মেনে ওপিডি ও মেডিক্যাল ক্লিনিক খোলায় অনুমতি দেওয়া হয়েছে।






এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন