লকডাউনের নিয়ম শিথিল হতেই ভোটের দিন ঘোষণা কমিশনের



লকডাউনের নিয়ম শিথিল হতেই ভোটের দিন ঘোষণা কমিশনের




নিউজ ডেস্ক, নয়াদিল্লি: করোনা ভাইরাসের জন্য পিছিয়ে গিয়েছে নির্বাচন। ১৮টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে জুন মাসের ১৯ তারিখ, সোমবার এমনটাই ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন। লকডাউন ভীষণ কড়া নিয়মে কেটেছে ভারতে। দেশের প্রসাশন থেকে সাধারণ মানুষ সকলেই প্রতিটি নিয়ম মেনে চলেছে। তবে লকডাউনের নিয়ম এবার আস্তে আস্তে শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





নির্বাচন কমিশনের তরফে তালিকায় চারটি আসন অন্ধ্রপ্রদেশ এবং গুজরাত রাজ্যের, মধ্যপ্রদেশ এবং রাজস্থান থেকে তিনটি করে, ঝাড়খন্ড থেকে দুটি আসন এবং মেঘালয় এবং মণিপুর থেকে একটি করে আসন রয়েছে। জুন মাসের ১৯ তারিখ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।




নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, সমস্ত ক্ষেত্রে কোভিড-১৯ নির্দেশিকা মেনে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং এরজন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১৯ তারিখ বিকেল ৫টা থেকে শুরু হবে ভোট গণনা। আগামী ২২ জুনের আগে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ২৫ ফেব্রুয়ারি দেশের ১৭ রাজ্যের ৫টি রাজ্যসভা আসনে নির্বাচন হওয়ার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন।




গত ৬ মার্চ এই বিষয়ে নির্দেশিকা জারি হয়। যার মধ্যে ১০ রাজ্যের ৩৭ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ১৮ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এই ঘোষণা হয়। কিন্তু করোনা জনিত পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাকি আসনে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।




তবে ক্রমবর্ধমান সংক্রমণের মাঝেই এমন সিদ্ধান্তে বেশ অনেকটা চিন্তা বাড়াচ্ছে। কারণ গুজরাতে করোনা সংক্রমণ বেশ অনেকটা বেড়ে গিয়েছে। মধ্যপ্রদেশের ছবিটাও অনেকটা এক।






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন