বাংলায় বলুন, রাজ্যপালকে পার্থর খোঁচা
নিউজ ডেস্ক : বাংলায় ট্যুইট করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরকে তীর্যক ভঙ্গিতে সমালোচনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এমনিতেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের বিরাম নেই। এমন কোনও বিষয় নেই যা নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত হয়নি তা বলা মুশকিল। এবার এই সংঘাতের তালিকায় নতুন সংযোজন রাজ্যপালের বাংলা ট্যুইট। পার্থবাবু লিখেছেন, আপনার বাংলা ট্যুইটগুলো বেশ লাগে। আশা করব এবার আপনি বাংলাতেও কোনও একটা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেবেন । সেটা আপনি না পারলে ধরে নিতে হবে আপনার বাংলা ট্যুইটের রিমোট অন্য কারও হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। এই সংকটের সময়ও যা বজায় রয়েছে।
Your Excellency @jdhankhar1 Sir, of late you have started to tweet in Bangla. In the same way, can you give a single interview in Bengali ? Or do we presume ur tweets are remote controlled / bot programmed by some to spout thr noxious propaganda even in ths tough time of crisis. https://t.co/dYzJODhL08
— Partha Chatterjee (@itspcofficial) June 1, 2020
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)