‘‘যুবি পরাঠে কিথে হ্যায়? যুবরাজকে পরোটা বানানোর চ্যালেঞ্জ শচীনের 

‘‘যুবি পরাঠে কিথে হ্যায়? যুবরাজকে পরোটা বানানোর চ্যালেঞ্জ শচীনের

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: যুবরাজ সিংয়ের শুরু করা কিপ ইট আপ চ্যালেঞ্জকে দারুণভাবে গ্রহন করেছেন শচীন। এ বার দ্বিতীয় পর্যায়ে সেই চ্যালেঞ্জ ক্রিকেট থেকে পৌঁছে গেল রান্নাঘরে। রবিবার যুবরাজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে টেনিস বলকে রোলিং পিন দিয়ে বাউন্স করছেন এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শচীনকে। যে রান্নাঘরের কিছু না ভেঙে একইভাবে তাঁকে এটা করতে হবে। কিন্তু মাস্টার ব্লাস্টার সেই একই কাজ না করে অন্য একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জবাব দিলেন, যেখানে তিনি যুবরাজকে রোলিং পিনের সাহায্যে বল বাউন্স না করে, ‘পরটা' বানানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।  

ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে সঙ্গে বেশ কিছু খাওয়ার ইমোজি দিয়ে শচীন লেখেন, ‘‘যুবি পরাঠে কিথে হ্যায়? (যুবি পরটা কোথায়?)'' সেই ভিডিওতে শচীনকে বলতে শোনা যায়, ‘‘তুমি আমার দেওয়া রোলিং পিন চ্যালেঞ্জের জবাব ভাল ভাবেই দিয়েছ রান্নাঘরে। রোলিং পিনের সাহায্যে তুমি ভালো পরটা বানাতে পারবে, আমার খালি প্লেট রয়েছে, সঙ্গে আঁচার ও দই। আমার জন্য ভালো পরটা বানাও।''

উল্লেখ্য যুবরাজ সিং কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তাঁর প্রাক্তন সতীর্থদের। তিনি মনোনিত করেছিলেন শচীন তেন্ডুলকর, হরভজন সিং ও রোহিত শর্মাকে। তাঁর ‘কিপ ইট আপ' চ্যালেঞ্জ একে একে গ্রহণ করেন তাঁরা সকলেই। এরপর যুবরাজ সিং শচীন  তেন্ডুলকরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন রান্নাঘরে ১০০-র রেকর্ড ভাঙার যা তিনি ক্রিকেট ফিল্ডে তৈরি করেছিলেন। তবে এবার ক্রিকেট ঈশ্বর চ্যালেঞ্জ গ্রহণ নয়, পরটা বানানোর চ্যালেঞ্জ দিলেন যুবিকে।


View this post on Instagram

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on


এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন