একদিনে ফের করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, মোট আক্রান্ত পেরল সাড়ে চার লক্ষ



একদিনে ফের করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, মোট আক্রান্ত পেরল সাড়ে চার লক্ষ




নিউজ ডেস্ক: আনলক শুরু হওয়ার পর থেকে দেশে করোনা সংক্রমণের যে অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে, তা বজায় থাকল বুধবারও। মাঝখানে দুটো দিন নতুন সংক্রমণের সংখ্যা খানিকটা কম থাকলেও, বুধবার ফের রেকর্ড হারে বাড়ল আক্রান্তের সংখ্যা। একদিনেই প্রায় ১৬ হাজার মানুষ নতুন করে COVID-19 সংক্রমিত হলেন।




বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩ জন। এদের মধ্যে ২ লক্ষ ৫৮ হাজার ৬৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ১ লক্ষ ৮৩ হাজার ২২ জন। করোনা সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।




স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৬৫ জন। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ১৪ হাজার ৪৭৬ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ১৫ হাজার ১৯৫ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৭৩ লক্ষ ৫২ হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন