করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়কের৷



করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়কের৷




নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। করোনা সংক্রমণ নিয়ে গত প্রায় একমাস কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল বিধায়ক ও দলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ। গত তিনদিন ধরে তিনি গভীর সংকটজনক অবস্থায় ছিলেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মাল্টি অর্গান ফেলিয়োর হয়ে তিনি মারা গেছেন। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী তমোনাশবাবুর শারীরীক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।


করোনা আক্রান্ত হয়ে মৃত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ


তমোনাশ ঘোষ ফলতার বিধায়ক ছিলেন৷ ২০০১ সালে প্রথমবার ফলতা থেকে জয়ী হন৷ তৃণমূলের অত্যন্ত দুঁদে নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি৷ ২০০১ সাল থেকে টানা বিধায়ক ছিলেন তমোনাশ ঘোষ৷ তাঁর বাড়ি কালীঘাটে৷করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে গত ২৪ মে থেকে চিকিত্‍সাধীন ছিলেন তমোনাশ৷ আজ অর্থাত্‍ বুধবার সকালে কার্ডিয়াক অ্যাটাক হয়৷ তারপর মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল ৬০ বছর৷




তমোনাশের মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ ১৯৯৮ থেকে দলের কোষাধ্যক্ষ৷ আমার ৩৫ বছরের সঙ্গী৷'




তমোনাশ ঘোষ ফলতার বিধায়ক ছিলেন৷ ২০০১ সালে প্রথমবার ফলতা থেকে জয়ী হন৷ তৃণমূলের অত্যন্ত দুঁদে নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি৷ ২০১১ সাল থেকে টানা বিধায়ক ছিলেন তমোনাশ ঘোষ৷ তাঁর বাড়ি কালীঘাটে৷




গত সপ্তাহেই তমোনাশের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যানও ছিলেন তিনি৷ তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের অত্যন্ত নিষ্ঠাবান কর্মী ছিলেন তমোনাশ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে খুবই স্নেহ করতেন৷


এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।







(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।



নবীনতর পূর্বতন