এবার ভারতে কি চিনা খাবারও বন্ধ? রামদাসের মন্তব্যে জল্পনা
নিউজ ডেস্ক, নয়াদিল্লিঃ চিন ভারত সংঘর্ষে ২০ জওয়ান শহীদ হওয়ার পরে এবারে চিনা খাবার বয়কটের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভারত এবং চিন সংঘাত নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন বিরোধী নেতারাও। কেন মোদী সরকার লাদাখে হওয়া ভারত এবং চিনের মধ্যে সংঘাত নিয়ে চুপ তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
একই সঙ্গে চিনা দ্রব্য বয়কটের আওয়াজ জোরদার হয়েছে। আর এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর চিনা খাবার বয়কটের ডাক যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজধানী দিল্লি, কলকাতা সহ দেশের একাধিক জায়গাতে চিনা দ্রব্য বয়কটের দাবি ক্রমেই জোরদার হয়েছে এই ঘটনার পর থেকে। বিক্ষোভকারীরা চিনা দ্রব্য পুড়িয়ে নষ্ট করে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারও একের পর চিনা চুক্তি খারিজ করছে।
যেমন আজ বৃহস্পতিবারই ভারতীয় রেলের সঙ্গে হওয়া চিনের একটি সংস্থার চুক্তি খারিজ করে দিয়েছে। বিএসএনএল, এমটিএনএলকেও চিনা দ্রব্য না ব্যবহারের জন্যে বলা হয়েছে। আর এরই মধ্যে এবার চিনা খাবারও কি বন্ধ করতে চলেছে সরকার? অন্তত কেন্দ্রীয় সরকারের মন্তব্যের পর এমনটাই মনে করছেন নেটিজেনরা। চিনা দ্রব্যের বিরাট বাজার আমাদের দেশ।
এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ব্যবহার কড়া হয়ে থাকে চিনা দ্রব্য। এই ঘটনার পর থেকে চিনা দ্রব্য বয়কটের দাবিতে চিন বিরোধী মনোভাব যে তীব্র হয়ে উঠবে তা নিশ্চিত ভাবে বলাই যায়। এর আগে এই কেন্দ্রীয় মন্ত্রী গো করোনা গো স্লগানের মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছিলেন।
কিন্তু এবারে এই ঘটনার মাধ্যমে চিনা খাবার বয়কটের মধ্যে দিয়ে কঠোর ভাবে চিন বিরোধী মনভাব জাগিয়ে তুললেন তা নিশ্চিত ভাবে বলাই যায়। পাশপাশি তিনি চিনের দ্রব্য বয়কট করাকে সমর্থন জানিয়েছেন। ভারতীয় খাবারেরজগতে চিনা খাবার ব্যপক জনপ্রিয়।
আর সেই কারণে এবারে সেই জায়গাতে আঘাত করতে চাইলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দাবি করেছেন একাধিক রেস্টুরেন্ট এবং হোটেল গুলিতে যেন এই চিনা খাবার বয়কট করা হয়। তার এই মন্তব্যর পরে সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্তব্য জানিয়েছেন। অনেকে মজা করেও মন্তব্য করেছেন। তবে চিনের বিরুদ্ধে এভাবেই তিনি প্রতিবাদ জানিয়েছেন। তবে অনেকে জানিয়েছেন ভারতে যে চিনা খাবার বিক্রি হয় তা ভারতীয় ভাবে বানানো হয়ে থাকে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)