রেশনে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার দাবি সুজনের

রেশনে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার দাবি সুজনের

নিউজ ডেস্ক, কলকাতা: রেশনের মাধ্যমে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার দাবি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য টুইটে আবেদন জানিয়েছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। রেশনের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার দাবি জানিয়েছেন এই বাম নেতা।

করোনা মোকাবিলায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাড়ির বাইরে পা দিলেই প্রত্যেকে যাতে মাস্ক ব্যবহার করেন সে ব্যাপারে সরকারিভাবে বারবার সচেতনতনতামূলক প্রচার চলছে।

বিশেষজ্ঞরাও করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বারবার। মাস্কের পাশাপাশি বারবার হাত ধুতে স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজার অত্যন্ত প্রয়োজনীয় দু’টি সামগ্রী। সাধারণ মানুষ যাতে এই দুই উপকরণ রেশন ব্যবস্থার মাধ্যমে পেতে পারেন সেই ব্যবস্থা সরকারের করা উচিত বলে মনে করেন বাম নেতা সুজন চক্রবর্তী।

টুইটে সুজন চক্রবর্তী লেখেন, ‘আর কতবার বলতে হবে? রেশনে বিনামূল্যে মাস্ক এবং স্যানিটাইজার সরবরাহ করতে হবে। সময়ের পরিপ্রেক্ষিতে এটা অত্যন্ত জরুরি।’

এরই পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজারের উপর থেকে জিএসটি প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন সুজন। এই প্রসঙ্গে টুইটে তিনি লেখেন, ‘মাস্ক এবং স্যানিটাইজারের উপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে। করোনা সংক্রমণের সুযোগ নিয়ে মানুষকে লুঠ করা চলবেনা। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কি শুনছেন??



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন