ঘরের মধ্যে প্রিয় দুই পোষ্যকে নিয়ে ব্যস্ত ধোনি
স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের জেরে লকডাউনে কখনও মেয়ে জিভার সঙ্গে বাইকে, তো কখনও ট্রাক্টরে চড়ে শহর ঘুরতে দেখা গিয়েছে এমএস ধোনিকে। কিংবা নিজের বাড়ির বাগানে হামেশাই পোষ্যদের সঙ্গে খেলতে দেখা গিয়েছে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ককে। সেসব ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেরকমই জনপ্রিয় হল মাহির আরও এক ভিডিও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন এমএস ধোনি, আচমকাই এমন জল্পনা ঘুরতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। #DhoniRetires সংক্রান্ত ট্রেন্ড ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও পাল্টা টুইটে সেই জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছিলেন এমএস ধোনির স্ত্রী সাক্ষী সিং। ঘটনার তীব্র প্রতিবাদও করেছিলেন তিনি।
তাঁকে নিয়ে যত কাণ্ড, অথচ তাঁর মনে যে কোনও কিছুই প্রভাব ফেলতে পারেনি বা পারছে না, তা কেবল এমএস ধোনিকে দেখলেই বোঝা যায়। বাড়ির বাগানে মেয়ে জিভার সঙ্গে বাইকে ঘুরে, ট্রাক্টর চালিয়ে মাহি বারবার প্রমাণ করছেন যে তিনি বহাল তবিয়েতেই রয়েছেন। ঠিক যেভাবে ঠাণ্ডা মাথায় একের পর এক ম্যাচ বের করে এনেছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক, একই ভাবে ক্রিকেটহীন জীবনকেও উপভোগ করছেন ধোনি।
এবার এমএস ধোনিকে ঘরের মধ্যে প্রিয় দুই পোষ্যকে আদর করতে দেখা গিয়েছে। স্ত্রী সাক্ষী সিং-র তোলা সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে ধোনি-কন্যা জিভাকে বাবার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। ওই খুদের যেন খুশির কিনারা নেই।
Bundle of Happiness..💛🦁— Whistle Podu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) June 4, 2020
Video Credits: @SaakshiSRawat@msdhoni #Thala #Dhoni pic.twitter.com/QIfuF31hqZ
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)