বছরে চারবার পাক ক্রিকেটারদের রক্ত ও স্বাস্থ্য পরীক্ষা করাবে পিসিবি
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: আর কিছু দিনের মধ্যেই ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। যদিও কবে খেলা শুরু হবে, সেটা এখনও জানা যায়নি। জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা পাকিস্তানের। তার আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে শিবির হবে। সম্ভবত বুধবার সেই শিবিরের জন্য ৩০ জন ক্রিকেটারের নাম ঘোষণা করবে পিসিবি। পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবা উল হক ইংল্যান্ড সফরে ২৫ জন ক্রিকেটারকে নিয়ে যেতে চাইছেন। ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান।
এরই মধ্যে ক্রিকেটারদের স্বাস্থ্যের বিষয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে পিসিবি। মেডিক্যাল প্যানেলের এক সদস্য জানিয়েছেন, বছরে চারবার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের রক্ত ও চোখ পরীক্ষা করা বাধ্যতামূলক হবে। বর্তমানে ৬ মাস অন্তর রক্ত ও চোখ পরীক্ষা করা হয়। কিন্তু করোনা-পরবর্তী পরিস্থিতিতে বছরে চারবার পরীক্ষা করা হবে।
পিসিবি মেডিক্যাল প্যানেলের ওই সদস্য আরও জানিয়েছেন, ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই রক্ত পরীক্ষা করা হয়। ক্রিকেটে যেহেতু দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণেই চোখ পরীক্ষা করা হয়। এই পরীক্ষা বাড়ানো হবে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)