অসমঃ পরপর বন্যা, ভেসে গেল রাস্তা, ভাঙল সেতু (ভিডিও)
নিউজ ডেস্কঃ স্যোশাল মিডিয়া যখন হাজারো বিষয় নিয়ে উত্তাল তখন অসমে বন্যার কবলে লাখো মানুষের পরিস্থিতির নিয়ে কেউ কথা বলছে না। সরকার ওদের পাশে নেই। নেই কোনও সাহায্য। এভাবেই আক্ষেপের সুর ঝরছে স্যোশাল মি়ডিয়াতে। চোখের সামনে কারওর বাড়ি তলিয়েছে। ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে সব। কঠিন পরিস্থিতিতে অসমের মানুষ।
Flood area Bogibeel bridge roads.— ÑìķÙ 📷Never Give up..🙏 (@Nikuboruah1) June 25, 2020
#Assam #Axom #flood area #Raining #FloodIsComing #flood season...🌦️🌦️🌦️ pic.twitter.com/OsgRAG3fFU
[ আরোও পড়ুন, শচীন নন! উইজডেনের সমীক্ষায় ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হলেন দ্রাবিড়]
#WATCH Heavy rainfall over last 24 hours cause flood in Tinsukia's Dumdum area, in Assam pic.twitter.com/qnrDJ59Yib— ANI (@ANI) June 25, 2020
এরই মাঝে স্যোশাল মিডিয়ায় ঝলক মিলল ভয়ঙ্কর চিত্রের। চোখের সামনে একটু একটু করে ভেঙে চলে যাচ্ছে রাস্তা। বগিবিল ব্রিজ রোডের একাংশ ভেসে চলে যায় এদিন।
তেমনই দেখা যায় একটি ব্রিজ পুরোপুরি ভেসে চলে যাচ্ছে। বানভাসিরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে NDRF কর্মীরা উদ্ধারকার্যে রয়েছেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)