আইপিএল জিতে আমফান ক্ষতে প্রলেপ দিতে চান এই তারকা!
স্পোর্টস ডেস্ক: একদিকে করোনা সঙ্গে আমফান। জোড়া ধাক্কায় বিধ্বস্ত বাংলা। এই পরিস্থিতিতে দুর্গতদের সাহায্যে এগিয়ে এল কলকাতা নাইট রাইডার্স। মীর ফাউন্ডেশনের সঙ্গে KKR হাতে হাত মিলিয়ে আমফানে বিধ্বস্তদের পাশে দাঁড়াতে উদ্যোগী। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করবে কেকেআর। সেই সঙ্গে কেকেআর সহায়তা বাহনের উদ্যোগে পশ্চিমবঙ্গের সাইক্লোন কবলিত মানুষদের প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হবে। প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবার তার পথ চলা শুরু হল নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের হাত ধরে। তিনি বলেন, "কলকাতা আমাদের আর একটা হোম। আর আমরা তার বিপদের দিনে সবকিছু করতে রাজি। বিপর্যস্ত মানুষের সেবার আমরা আছি।" সঙ্গে তিনি বলেন, "যদি এবছর আইপিএল অনুষ্ঠিত হয়, তাহলে আমরা জিততে চেষ্টা করব। করোনা ভাইরাস আর আমফানে কলকাতা একেবারে বিধ্বস্ত। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে এই শহরের ক্ষতে প্রলেপ দিতে চাই!"
We shall overcome
আমরা করব জয়#KKR, @MeerFoundation & @FeedingIndia're taking #KKRSahaytaVahan to #Amphan victims across Kolkata, E. Medinipur, N&S 24 Parganas to hand out essentials 💜@DineshKarthik @Eoin16 @RealShubmanGill @imkuldeep18 @patcummins30 @VenkyMysore @TCongrrss pic.twitter.com/NXuMyrJnsy
— KolkataKnightRiders (@KKRiders) June 11, 2020
আইপিএল যখনই অনুষ্ঠিত হোক না কেন তার জন্য মানসিকভাবে প্রস্তুত নাইট অধিনায়ক। দীর্ঘদিন বাইশ গজ থেকে দূরে। নেটসেশন না করলেও ফিটনেসে কোনও রকম ঘাটতি রাখেননি দীনেশ কার্তিক। একান্তই যদি এবছর আইপিএল অনুষ্ঠিত হয়, বিদেশিরা অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে আইপিএল অনুষ্ঠিত হলে সুনীল নারিন-আন্দ্রে রাসেলদের ছাড়া আইপিএল ভাবছেন না কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। বিদেশি ক্রিকেটাররা আইপিএলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। তাদের নিয়েই এগোনোর কথাই ভাবছেন নাইট রাইডার্স সিইও।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)