ইতিহাসে প্রথম, করোনাতঙ্কে ভক্তবৃন্দ ছাড়াই পুরীতে সম্পন্ন জগন্নাথ দেবের স্নানযাত্রা



ইতিহাসে প্রথম, করোনাতঙ্কে ভক্তবৃন্দ ছাড়াই পুরীতে সম্পন্ন জগন্নাথ দেবের স্নানযাত্রা




ইতিহাসে প্রথমবার, ভক্তদের ছাড়াই জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করা হল ওড়িশায়। করোনা আতঙ্কে প্রথম থেকেই ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে শুধুমাত্র মন্দিরের সেবায়েতদের উপস্থিতিতেই সম্পন্ন হল দেবের স্নানযাত্রা।




কথা হয়েছিল, করোনা আবহে মানা হবে সামাজিক বিধি। মন্দিরে ঢুকতে দেওয়া হবে না ভক্তদের। জগন্নাথ দেবের বার্ষিক অনুষ্ঠানে আচারের থেকেও গুরুত্ব দেওয়া হবে ভক্তদের প্রাণকে। সেই বিধিকে মান্যতা দিয়েই এদিন আয়োজন করা হল স্নানযাত্রার। ভক্তদের থেকে ভগবানকে দূরে রেখে শুধুমাত্র মন্দিরের সেবায়েতরাই পালন করলেন আচার-অনুষ্ঠানের। সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিওতে দেখা গিয়েছে, শুক্রবার তিথি মেনে জগন্নাথ (Jagannath Temple) মন্দিরের পুরোহিতরা দেব স্নানে ব্যস্ত। শুধু একবার প্রভুকে সামনে পেয়ে আবেগে বেশ কিছু সেবায়েত সামাজিক দূরত্ব বজায় রাখতে ভূলে যান।




প্রচলিত রীতি মেনে জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতেই জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করা হয়। এদিন গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয়। সেখানেই সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। স্নানের পাশাপাশি চলে মূর্তির সাজসজ্জা-অলঙ্করণ ইত্যাদি। তবে এবছর যে বাকি বছরগুলোর মত নয় তা আগেই জানা ছিল ওড়িশা সরকারের। সেক্ষেত্রে কেন্দ্রের নির্দেশ মেনে ‘আনলক-১’-এ মন্দিরের দরজা খুলে দিলেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানতে ভক্তদের প্রবেশে নিষেধজ্ঞা জারি করা হয়। 




মন্দির খোলার অনুমতি পাওয়ার পরেই পুরীর জগন্নাথ মন্দিরে পুরোদমে শুরু হয়েছে রথযাত্রার প্রস্তুতি। তবে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, স্থানীয় স্তরেই আয়োজন করা হবে রথযাত্রার। কোনও ভক্তকেই প্রবেশে অনুমতি দেওয়া হবে না। এভাবেই ভগবানের আরাধনা করে ভক্তের মঙ্গল কামনা করবেন পুরী মন্দির কর্তৃপক্ষ।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন