৮ জুলাই ইংরেজদের দেশে শুরু ক্রিকেট, প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: কয়েকমাস বন্ধ থাকার পর ৮ জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট ম্যাচ হবে হ্যাম্পশায়ারে। এই ম্যাচ শুরু হবে ৮ জুলাই। দ্বিতীয় টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ডে। এই ম্যাচ শুরু ১৬ জুলাই। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ২৪ জুলাই থেকে। এই ম্যাচটিও হবে ওল্ড ট্র্যাফোর্ডেই। মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ক্রিকেটারদের। আম্পায়ার বা কোনও সতীর্থর হাতে টুপি, সোয়েটার বা অন্য কিছু তুলে দেওয়া যাবে না। এই সিরিজে মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। দর্শকশূন্য মাঠেই খেলা হবে।
ইসিবি ডিরেক্টর অফ ইভেন্টস স্টিভ এলওর্দি জানিয়েছেন, ‘এই সফর বাস্তবায়িত করার জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যেরকম সহযোগিতা করেছে এবং দায়বদ্ধতার পরিচয় দিয়েছে, তার জন্য ওদের ধন্যবাদ জানাই। আমরা ক্রিকেটের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছি। আমরা সরকার ও মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা অবিশ্বাস্য সাহায্য পাচ্ছি। আমরা টেস্ট ম্যাচের প্রস্তাবিত দিনের কথা জানিয়েছি। সরকার অনুমোদন দিলেই নির্দিষ্ট দিনে খেলা হবে।’
করোনা সংক্রমণের জেরে এ বছরের মার্চ থেকেই বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডই ফের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চলেছে। ভারত সহ অন্য দলগুলি ফের কবে খেলা শুরু করবে, সেটা এখনও জানা যায়নি।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)