দিন দিন করোনার সংক্রমণের সংখ্যা চরমে যাচ্ছে, জেলায় ৪৪ জনের রিপোর্ট পজিটিভ।



 দিন দিন করোনার সংক্রমণের সংখ্যা চরমে যাচ্ছে, জেলায় ৪৪ জনের রিপোর্ট পজিটিভ।




অমিয় ঘোষ,মালদা:- আক্রান্ত প্রায় ২০০ জনের বেশি। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক আসার সংখ্যা যতটা বেড়েই চলেছে ঠিক ততটা বাড়ছে সংক্রামণ। গতকাল রাতে সাড়ে মালদা মেডিকেল কলেজে প্রায় ৭০০টি নমুনার পরীক্ষায় ৫৫ জনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। সূত্রের খবর, ৪৪টি রিপোর্ট মালদা জেলার বাসিন্দার। নতুন আক্রান্ত ব্যক্তির সংখ্য সবচেয়ে বেশি ১৭জন ইংরেজবাজার ব্লকের, তারপরেই দু'নম্বরে গাজোল, সেখানে আক্রান্ত ১৫ জন। রাজ্য সরকারের কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৯। 




স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে একজন ইংরেজবাজার শহরের বাসিন্দা,আর বাকি  ১৬ জন ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাত্তারি এলাকার বাসিন্দা। এছাড়া গাজোল থেকে ১৫ জন, মানিকচক থেকে তিনজন, কালিয়াচক-২ নম্বর ব্লক থেকে দু'জন ও রতুয়া-২ নম্বর ব্লক থেকে দু'জন আক্রান্ত। বাকিরা চাঁচল-১ নম্বর ব্লক, চাঁচল-২ নম্বর ব্লক, রতুয়া-১ নম্বর ব্লক, হরিশ্চন্দ্রপুর-২ ব্লক, হবিবপুর অঞ্চলের। আরও ৮৩০টি নমুনার পরীক্ষা পর্ব জন্য রাখা হয়েছে । রিপোর্ট পাওয়া যায় নি। রিপোর্ট আসলেই হয়ত নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা আরও বাড়তে পারে। আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে৷ 




মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে,মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে এখন পর্যন্ত ১৯,০২৪টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷


স্বস্তির খবর, গতকাল পর্যন্ত জেলার মোট আক্রান্তদের মধ্যে ৮৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ,দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।




নবীনতর পূর্বতন