BREAKING: লাফিয়ে বাড়ছে করোনা, একবছর আসছে না নতুন সরকারি স্কিম
দেশে মারাত্মক হারে বাড়ছে করোনা প্রকোপ। তাই একবছরের জন্য কোনও নতুন সরকারি স্কিম চালু হবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
সমস্ত মন্ত্রকের কাছে একথা জানিয়ে দিয়ে বলা হয়েছে, তাঁরা যেন অর্থমন্ত্রকের কাছে নতুন স্কিম পাঠানো বন্ধ করেন। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, কেবলমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনা ও সম্প্রতি ঘোষিত আত্ম নির্ভর ভারত অভিযান প্যাকেজের জন্যই অর্থ খরচ করা হবে। এই বাজেটের আওতায় অনুমোদিত প্রকল্পগুলিও ৩১ মার্চ অবধি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানিয়েছে, “কোভিড -১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন টাকার খুবই প্রয়োজন। এই পরিবর্তিত পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থানগুলি করার দিকেই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে” ।
অন্যদিকে দেশে বৃহস্পতিবারেও সর্বোচ্চ হয়েছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৯৮৫১ জন। মৃত্যু হয়েছে ২৭৩ জনের।
শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃত্যু বাড়ার ফলে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪৮ এ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৭৭০। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ লক্ষ ৯ হাজার ৪৬২ জন। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ১০ হাজার ৯৬০ টি। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এখবর মিলেছে।
দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র। এরপরেই রয়েছে তামিলনাডু, তারপরেই তালিকায় রাজধানী দিল্লি। চতুর্থ স্থানে গুজরাত ও পঞ্চম স্থানে করোনা সংক্রমণের তালিকায় রয়েছে রাজস্থানের নাম
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Googlenews
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।