৩০ জুন পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, ঘোষণা শিক্ষামন্ত্রীর
নিউজ ডেস্কঃ রাজ্যে আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলি। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন জুন অবধি শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। কিন্তু এদিন পার্থ বাবু জানান, ৩০ জুন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত বন্ধ থাকবে। শিক্ষা সংক্রান্ত সমস্ত বিভাগই বন্ধ থাকবে । এদিন তিনি জানান, ‘‘আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সুস্থতা।” তাই আপাতত এই সিদ্ধান্ত।
সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি না দিলেও রাজ্যের ধর্মস্থান ও অফিসগুলি ধাপে ধাপে খোলার ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে অনিশ্চয়তা ছিল। এ দিন শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিকের যে তিনদিনের পরীক্ষা বাকি রয়েছে, সেই প্রসঙ্গেও বলেন, ‘‘ সামাজিক দূরত্ব বিধি মানার জন্য পরীক্ষা কেন্দ্র বাড়ানো হবে। পরীক্ষার্থীদের যতটা সম্ভব বাড়ির কাছের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।”
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)