৩০০-র বেশি চিনা দ্রব্যে বিধি-নিষেধ আরোপ করার উদ্যোগ ভারত সরকারের


নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ভারত-চিন সংঘাত আগেও একাধিকবার হয়েছে। তবে, এবার সেই সংঘাত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, কারণ, সীমান্তে শহিদ হয়েছেন ২০ জওয়ান। যার মধ্যে রয়েছেন একজন আর্মি অফিসার। এই অবস্থায় ভারত কোনও কড়া পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে। দফায় দফায় বৈঠক চলছে দিল্লি, বৈঠক চলছে সীমান্তেও।

প্রাথমিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রে পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। চিনের প্রচুর দ্রব্য আমদানি হয় ভারতে। সস্তা থেকে দামি, সেসব জিনিসে ছেয়ে থাকে বাজার। এবার সেই ক্ষেত্রে রাশ টানতে চলেছে মোদী সরকার।

বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে দ্রুততার সঙ্গে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। চিন থেকে আমদানিতে বড়সড় কাটছাঁট হবে বলে জানা গিয়েছে। সেই প্রস্তাব খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর দফতরে পেশ করা হবে।

‘বিজনেস স্ট্যানডার্ডের রিপোর্ট অনুযায়ী, ৩৭১ ধরনের জিনিসের উপর বিধি-নিষেধ জারি করতে চলেছে ভারত। এর মধ্যে রয়েছে চিনের তৈরি খেলনা, প্লাস্টিকের জিনিসপত্র, খেলাধূলার জিনিস, ইলেকট্রনিক্স দ্রব্য, ওষুধ ইত্যাদি।

এছাড়া, চিনা দ্রব্যের দাম বাড়িয়ে দেবে সরকার, যাতে ভারতে বিভিন্ন জিনিসপত্র তৈরির কাজ শুরু হয়। চিন থেকে আসা ১০০ টি দ্রব্যের উপর শুপত্র ল্ক বাড়ানোর চিন্তাভাবনাও করছে ভারত সরকার। পাশাপাশি, অন্যান্য দেশ থেকে বিকল্প হিসেবে জিনিসপত্র আমদানি করা যায় কিনা, সেটাও খতিয়ে দেখছে ভারত।

গালওয়ান ছাড়তে নারাজ চিন সেনা। এখনও ঘাঁটি গেড়ে গালওয়ানেই বসে আছে চিন সেনা। লাদাখে সীমান্ত সমস্যা মেটাতে দফায়-দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি-বেজিং। কূটনৈতিকস্তরে আলোচনার পাশাপাশি সামরিকস্তরেও কথাবার্তা জারি রয়েছে। তবে সমস্যার সমাধান এখনও অধরাই।

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ভূখণ্ড রক্ষা করতে গিয়ে ১৫ জুন চিনা সেনার হামলায় শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। এরপর থেকেই পরিস্থিতি চরম উত্তপ্ত।

আহত বেশ কিছু জওয়ান এখনও হাসপাতালে চিকিৎসাধীন। দু’দেশের সেনার মধ্যে এই সংঘর্ষের পর থেকে সমস্যা মেটাতে তৎপরতা চলছে দু’তরফেই। যদিও একদিকে আলোচনা চালিয়ে গেলেও গালওয়ান থেকে নড়ছে না চিন সেনা।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন