“মহারাজ”-এর পরিবারে করোনা?
নিজস্ব প্রতিনিধিঃ আনলক ওয়ানেও বাংলা তথা গোটা দেশে করোনার দাপট অব্যাহত। তবে এবার একেবারে “মহারাজ”-এর ডেরায় হানা দিল মারণ ভাইরাস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বউদি অর্থাৎ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী করোনায় আক্রান্ত । এমনকী স্নেহাশিসের শরীরেও নাকি মিলেছে এই ভাইরাসের হদিশ। শনিবার এ খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় । চিন্তার ভাঁজ পড়ে ক্রিকেটপ্রেমীদের কপালে। কিন্তু আসল ঘটনাটা কী ?
সপ্তাহ দুয়েক আগে সৌরভের বউদির করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিলো । এমনকী তাঁর দাদা, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শ্বশুর-শাশুড়িও নাকি করোনায় আক্রান্ত, এমনই খবর । করোনা পজিটিভ হওয়ার পর থেকেই শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি সৌরভের বউদি এবং স্নেহাশিসের শ্বশুর। দু’জনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
এই খবর সামনে আসতেই বিভিন্ন সংবাদমাধ্যম খবর করে যে, সৌরভের বউদির পর নাকি দাদার শরীরেও সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু সৌরভের পরিবারের তরফে জানানো হয়েছে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। পরিবারের তরফে এও জানানো হয়েছে , স্নেহাশিস একেবারে সুস্থ আছেন। তাঁর শরীরে করোনা সংক্রমণ হয়নি । এমনকী বহাল তবিয়তে তিনি সিএবি’র প্রশাসনিক কাজকর্মও সামলাচ্ছেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)