আন্তর্জাতিক যোগ দিবসে মহিলা ক্রিকেটারদের চাঙ্গা করতে বিশেষ উপহার সিএবির 

আন্তর্জাতিক যোগ দিবসে মহিলা ক্রিকেটারদের চাঙ্গা করতে বিশেষ উপহার সিএবির

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘ লকডাউন ৷ ফলে গৃহবন্দি ক্রিকেটাররাও ৷ অনুশীলন থেকে বর্তমানে বহু দূরে সবাই ৷ কিন্তু, ফিরতে হবে স্বাভাবিক জীবনে ৷ তাই নিজেদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখতে সবার ভরসা যোগব্যায়াম ৷ তবে দলের মহিলা ক্রিকেটারদের ফের ফিট ও চাঙ্গা করতে নতুন পন্থা নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷ শুরু হয়েছে ডিজিটাল প্লাটফর্মে পাওয়ার যোগ ৷

 ‘‘পাওয়ার যোগ’’ শব্দটি মূলত ব্যবহার করা হয় ভিন্যাসা স্টাইলের যোগকে বর্ণনা করার জন্য ৷ অনেকে এটিকে ‘‘জিম যোগ’’ও বলেন ৷ যোগাভ্যাসের সনাতন অভ্যাসকে দ্রুতলয়ে করার নামই পাওয়ার যোগ ‌। যা ক্রীড়াবিদদের পেশির শক্তি বাড়ায় । আরও বেশি দ্রুত লয়ে নড়াচড়া করতে সাহায্য করে । শুধু শারীরিক ভাবে নয়,মানসিকভাবেও চাঙ্গা রাখে পাওয়ার যোগ । 

লকডাউনের কারণে ঘরবন্দি ক্রিকেটারদের মানসিক এবং শারীরিকভাবে ফিট রাখতে পাওয়ার যোগের ব্যবস্থা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। ডিজিটাল প্লাটফর্মের মধ্যে দিয়ে বাংলার মহিলা ক্রিকেটারদের সঙ্গে পাওয়ার যোগের সেশন করেছেন মুম্বইয়ের প্রসিদ্ধ যোগ প্রশিক্ষক সুমন ভাট । মুম্বই থেকে সুমন ভাট জানিয়েছেন, পাওয়ার যোগ এই লকডাউনে ক্রিকেটারদের আরও বেশি তরতাজা থাকতে সাহায্য করবে । বাংলা দলের সঙ্গে সেশন ভালো উপভোগ করেছেন । তিনি মনে করেন, পাওয়ার যোগ নতুন মরশুমে বাংলার মেয়েদের আরও ভালো খেলতে সাহায্য করবে।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন