মুখে পান মশলা, গুটখা! প্রকাশ্যে থুতু ফেললেই দিতে হবে ১০০০ টাকা!
নিউজ ডেস্ক : করোনা সংক্রমণে ড্রপলেট একটা বড়ো কারন, ড্রপলেট মাটিতে পড়লে তার সাথে ভাইরাস বেরোচ্ছে ও বায়ুমণ্ডলের সক্রিয় থাকছে। তাই একজন সুস্থ মানুষ এই মাটি স্পর্শ করার পর চোখ নাক বা মুখে হাত দিলে সংক্রমণ ছড়াচ্ছে। আর হাঁচি-কাশি ছাড়াও পান গুটকা তামাক খেয়ে প্রকাশ্যে থুতু ফেলা থেকে সক্রমন ছড়াতে পারে। তাই এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রকাশ্যে থুথু ফেলা বন্ধ করতে প্রকাশ্যে পান গুটকা বা তামাক চিবালে মোটা টাকার জরিমানা দিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন দিল্লী সরকার।
দিল্লি এপিডেমিক ডিজিজেস রেগুলেশন আইন অনুযায়ী এই নিয়ম জারি করা হয়েছে। প্রকাশ্যে এবার থেকে রাজধানীতে পান গুটকা তামাক জাতীয় জিনিস চিবানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে ঘোষণা করা হলো। এই কাজ করতে গিয়ে কেউ ধরা পড়লে হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ডেপুটি কমিশনার অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্দেশিকা জারি করেছেন, বলা হয়েছে প্রথমবার প্রকাশ্যে এগুলি খেলে 500 টাকা জরিমানা হবে ও বারবার এক কাজ করলে 1000 টাকা জরিমানা করা হবে।
দিল্লিতে গত সপ্তাহ পর্যন্ত প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে 2500 জনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও কোয়ারেন্টাইন নিয়ম না মানলে ও জরিমানা করা হবে। প্রসঙ্গত সামাজিক দূরত্ব বিধি পালন না করা, মাস্ক না পড়া, প্রকাশ্যে থুতু ফেলা এই কাজগুলি কে অপরাধ হিসাবে গণ্য করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এই ধারায় নিয়ম ভঙ্গ কারী কে জরিমানা করার অধিকার দেওয়া হয়েছে স্কুলের প্রিন্সিপাল, এসিস্ট্যান্ট স্যানিটেশন, ইন্সপেক্টর পাবলিক হেলথ ইনস্পেক্টর, স্যানিটারী ইন্সপেক্টর, এবং জুনিয়র ইঞ্জিনিয়ারদের। কোন ব্যক্তি স্পটে দাঁড়িয়ে জরিমানার টাকা না দিলে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা যাবে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)