‘হীরক রাজার দেশে’ ছবির উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

‘হীরক রাজার দেশে’ ছবির উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

নিউজ ডেস্ক, কলকাতা: রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে এবার সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ ছবির তুলনা টানলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে মুখ্যমন্ত্রী বিঁধে ধনখড় বলেন, ‘সরকারের শোষণের বিরুদ্ধে তৈরি অন্যতম সেরা ছবি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। কীভাবে দুষ্ট রাজা শ্রমিক, চাষী-সহ তাঁর রাজ্য তৈরির কারিগরদের ওপর শোষণ-দমন চালাতেন তা দেখিয়েছে ওই ছবি। এরাজ্যেও কি রাষ্ট্রের শোষণ চলছে?’

টুইটে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের পরামর্শ, ‘অনুসন্ধানের সময় এসেছে। ব্যবস্থা নিন।’ এরাজ্যে রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই একাধিক ইস্যুতে সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কখনও রাজ্যের শিক্ষা-ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে সরব হয়েছেন।

কখনও আবার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকারকে। সম্প্রতি করোনা অতিমারীর মোকাবিলা নিয়েও রাজ্য সরকারকে বিঁধে একের পর এক টুইট করেছেন ধনখড়। ঠিক তার পরেই রেশন-বণ্টন নিয়েও শাসকদল তৃণমূলকে কাঠগড়ায় তুলে অস্বস্তি বাড়িয়েছেন রাজ্য সরকারের।

তবে রাজ্যপালের একের পর এক অভিযোগও রাজনৈতিক অভিসন্ধিমূলক বলে পাল্টা তোপ দেগেছে শাসক-শিবির। তাঁর মন্ত্রিসভার অন্যরা তো বটেই ধনখড়ের কড়া সমালোচনায় একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এতকিছুতেও দমতে নারাজ রাজ্যপাল।

এদিনও টুইটে রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই তোপ দেগেছেন রাজ্যপাল। টুইটে তিনি লেখেন, ‘রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে তৈরি অন্যতম সেরা ছবি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। কীভাবে দুষ্ট রাজা শ্রমিক, চাষী-সহ হীরক রাজ্য তৈরির কারিগরদের শোষণ-দমন চালাতেন তা দেখিয়েছে ওই ছবি।

শেষমেশ রাজার অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে মানুষ।’ এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে রাজ্যপালের পরামর্শ, ‘সব কিছু অনুসন্ধানের সময় এসেছে। ব্যবস্থা নিন।’ যদিও রাজ্যপালের এদিনের টুইট প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে বা মন্ত্রিসভার কেউই পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি। 




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন