অনুশীলন শুরু ইশান্ত শর্মার
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে ভারতে কবে ক্রিকেট ফিরবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে উদ্বেগের মাঝেই ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার পেসার ইশান্ত শর্মা। প্রথম দিন অনুশীলনে অবশ্য বল হাতে প্র্যাকটিস করেননি ইশান্ত। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ওয়ার্ম আপ, ফিটনেস চর্চা, স্ট্রেচিং করেন ইশান্ত। মাঠে ফিরতে পেরে দারুণ খুশি ইশান্ত লেখেন, "সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে ক্রিকেটে ফিরলাম। এবার মনের ফূর্তি বাড়বে।"
প্রসঙ্গত সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন আর এক ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা। রাজকোটে তিনি অনুশীলন শুরু করেছেন। বছরের শেষে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি হয়তো শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার দুই তারকা চেতেশ্বর পূজারা এবং ইশান্ত শর্মা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)