করোনা আক্রান্ত বাংলার টেবিল টেনিস তারকা
স্পোর্টস ডেস্ক: করোনার থাবা এবার বাংলার টেবিল টেনিসেও । বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সৌভিক কর করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। তবে শুধু সৌভিক নন, তাঁর পরিবারে বাবা-মা এবং স্ত্রীও কোরোনায় আক্রান্ত হয়েছেন। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্তমানে চারজনই বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, সৌভিকের বাবার বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল। কোরোনা সন্দেহ হওয়ায় পরীক্ষা করা হয়, রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর পরিবারের বাকি সদস্যদেরও কোরোনা পরীক্ষা করা হলে তাঁদের রিপোর্টও পজ়িটিভ আসে। ডানকুনির বাসিন্দা সৌভিক বর্তমানে ভারতীয় রেলের কর্মী । দুই বছর আগেও ভারতীয় রেলের দলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। একসময় তিনি বাংলা দলের প্রতিনিধিত্বও করেছেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)