নিউজ ডেস্কঃ ভারতে আসছে অ্যান্টি-ভাইরাল পোশাক !মুহূর্তেই শেষ হবে ভাইরাস
নিউজ ডেস্ক :দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিশাহারা গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে অ্যান্টি-ভাইরাল কাপড়ের পোশাক নিয়ে হাজির হল ভারতের টেক্সটাইল সংস্থা অরবিন্দ লিমিটেড। সুইজারল্যান্ডের টেক্সটাইল সংস্থা হেইক এবং তাইওয়ানের স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি জিনটেক্স কর্পোরেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে প্রথমবার হেইক ভাইরোব্লক প্রযুক্তির কাপড় উৎপাদন করবে তারা। বিশ্বে ইতিমধ্যে এই প্রযুক্তি বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।ভাইরাস ও ব্যাকটেরিয়া জামাকাপড়ের উপরে দু’দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। অরবিন্দের দাবি, হেইক ভাইরোব্লক প্রযুক্তিতে তৈরী পোশাক সক্রিয়ভাবে ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম। এই পোশাকের সংস্পর্শে মুহূর্তের মধ্যে ভাইরাস-ব্যাকটেরিয়া শেষ হয়ে যায়।ফলে সংক্রমণের সংখ্যাও কমবে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)