মাস্কেই উল্লেখযোগ্যভাবে কমবে করোনা, প্রমাণ পেলেন বিশেষজ্ঞরা





মাস্কেই উল্লেখযোগ্যভাবে কমবে করোনা, প্রমাণ পেলেন বিশেষজ্ঞরা







করোনার কাঁটায় কাবু গোটা বিশ্ব। অদৃশ্য ব্যাধির থাবায় কার্যত বেসামাল অবস্থা আমজনতার। দিন যতই যাচ্ছে ততই যেন বেশী করে ঘনীভূত হচ্ছে করোনার কালো ছায়া।




আর এরই মাঝে কিছুটা স্বস্তির খবর শোনালেন একদল মার্কিন বিজ্ঞানী। করোনা রোধে পড়তে হবে মাস্ক। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। মেনে চলতে হবে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সতর্কতা বিধি। তবেই বশে আনা যাবে করোনাকে। মাস্ক পরার বিষয়টি অবশ্য নতুন নয়। ইতিমধ্যেই সেই অভ্যেস করে ফেলেছেন অনেকে।




প্রায় পাঁচ মাসেরও বেশী সময় ধরে করোনা থেকে বাঁচতে বিশ্বব্যাপী মানুষের জীবনের মূলমন্ত্রই হয়ে দাঁড়িয়েছে এই সচেতনতা মূলক বার্তা। তবে এবার করোনা নিয়ে গোটা পৃথিবীর মানুষকে আরও কিছুটা আশ্বস্ত করলেন মার্কিন বিশেষজ্ঞরা।




তাঁদের দাবি, যেভাবে প্রতিদিন হু-হু করে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে করোনার প্রতিষেধক বের না হওয়া পর্যন্ত মাস্কই হবে মারণ ব্যাধি রোধের মূল অস্ত্র।




বাঁচতে হবে করোনাকে সঙ্গে নিয়েই। বাড়ির বাইরে বেড়োতে গেলে পড়তে হবে মাস্ক। চিকিৎসকদের এই বক্তব্য কতটা যুক্তিসংগত তা গবেষণার মাধ্যমে দেখিয়ে দিলেন মার্কিন গবেষকমণ্ডলী।




সম্প্রতি এই ‘মাস্ক পরা’ নিয়ে একটি গবেষণা পত্র প্রকাশ পেয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সায়েন্স আকাদেমির একটি স্বাস্থ্য বিষয়ক জার্নালে।’




ওই জার্নালে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, করোনা মহামারীর প্রকোপ দেখা দেওয়ার পরই সংক্রমণের শীর্ষে থাকা ইতালি,আমেরিকা,ব্রিটেন এবং নিউইয়র্কে জনগণের জন্য প্রকাশ্যে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়। যার ফলে এপ্রিল মাসের ১৭ তারিখ থেকে মে মাসের ৯তারিখ পর‍্যন্ত ইতালি,নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহারে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও হ্রাস পেয়েছে অনেকাংশে।




বিশেষজ্ঞদের দাবি, প্রকাশ্যে মাস্ক ব্যবহারের ফলে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে গড়ে ৩ শতাংশ। এমত অবস্থায় করোনাকে পরাস্ত করতে সকলের বাড়ির বাইরে মাস্ক ব্যবহারের উপর জোর দেওয়া উচিত।




তবে যেভাবে প্রতিদিন করোনা আক্রান্তের গ্রাফচিত্র ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, অযথা ভিড় বা জমায়েত এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। এমনটাই মত বিশেষজ্ঞদের





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন