শ্রীলঙ্কা সফরের পর, আরও একটি বিদেশ সফর বাতিল টিম ইন্ডিয়ার
স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে মারণ ভাইরাসের কারণে জুন মাস পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। করোনা ভাইরাসের আবহে ভারতীয় ক্রিকেট দল যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না, তা বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। এরপরেই নির্ধারিত বিরাট কোহলিদের জিম্বাবোয়ে সফরও একই কারণে বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটের থেকে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষাকেই প্রাধান্য দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জুন মাসে ভারতের শ্রীলঙ্কা সফর যে বাতিল হতে চলেছে তার ইঙ্গিত আগেই মিলেছিল। পাকাপাকি ভাবে বাতিল হল জুন মাসে ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জুন মাসের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। যদিও করোনা ভাইরাসের কারণে সেই সিরিজ ঘিরে অনিশ্চয়তা ছিল। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল সিরিজ বাতিলের কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, " বর্তমান পরিস্থিতিতে জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।"
অগাস্টে শ্রীলঙ্কা সফরে যেতে পারে টিম ইন্ডিয়া, আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিসিআই-এর। তবে, সবটাই অবশ্য নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের ওপরই।
অন্যদিকে জুলাইতে শ্রীলঙ্কা সফর শেষ করে অগাস্টে জিম্বাবোয়ে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। ২২ অগাস্ট থেকে দুই দলের মধ্যে তিনটি ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা ছিল। জিম্বাবোয়ে সফরও বাতিল করা হয়েছে বলে শুক্রবার বিসিসিআই-এর তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)