মিডিয়াকে খুশি করতে মুখ্যমন্ত্রীকে দলবাজি বন্ধ করার নির্দেশ দিলীপের
নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর: মিডিয়াকে খুশি করার জন্যই মুখ্যমন্ত্রী দলবাজি বন্ধ করার কথা বলছেন। দলবাজি বন্ধ করতে হলে কাজ করতে হবে সরকারকে, তৃণমূলের লোকেরা দুর্নীতির সাথে যুক্ত, সাতসকালে মেদিনীপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রী ঘোষিত আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কমিটির স্বার্থকতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দাঁতনের নিহত বিজেপি কর্মী পবন জানার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য দিলীপ ঘোষের নামে যে মামলা হয়েছে এর পিছনে পুলিশের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি। পুলিশের উদ্দেশ্যে তার প্রশ্ন আইন কি শুধু বিজেপির জন্যেই! নিয়ম না মানার জন্য তৃণমূলের বিধায়ক মারা গিয়েছেন বলেও দাবি করেন তিনি। তার দাবি, এখন অন্য বিজেপি দেখবে তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িককেও নাটক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। সবমিলিয়ে সাতসকালেই মেদিনীপুর শহরে দাঁড়িয়ে কড়াভাষায় তৃণমূল শিবিরকে জবাব দিলেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)