সূর্যগ্রহণ নিয়ে কুসংস্কারের বিরুদ্ধে পথে নামল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
অমিয় ঘোষ ,মালদা :-সূর্যগ্রহণের সময় খাবার না খাওয়ার রীতি বহু পুরনো৷ কিন্তু কুসংস্কারের বিরুদ্ধে বরাবরই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও বিজ্ঞানী, যুক্তিবাদীরা বরাবরই বিরোধিতা করেছেন৷ গ্রহণের সময় সহজপাচ্য খাবার ও ফলের রস খান, পরামর্শ দিচ্ছেন অনেক বিজ্ঞানী ।আজ রবিবার দেখা গেল এই বছরের প্রথম সূর্যগ্রহণ। এদিন সূর্যকে ঢেকে দিয়েছিল চাঁদ, তৈরি হয়েছিল আগুনের আংটি বা রিং অফ ফায়ার ! এই দৃশ্যটি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেছে বলে জানা গিয়েছে।রবিবার এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের (Solar Eclipse) সাক্ষী হল গোটা বিশ্ব৷এই গ্রহণের দিন রিং অফ ফায়ার বা আগুনে আংটি দেখা গিয়েছিল বেশ কয়েকটি জায়গা থেকে৷ ২১ জুন হল উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন৷ আর এই উত্তরায়ণের দিনই গ্রহণ হল৷ যা ১৯৩৮ সালের পর ২০২০-তে এসে উত্তরায়ণ সূর্যগ্রহণের সাক্ষী থাকল গোটা বিশ্ববাসী৷ ভারতীয় সময় সকাল ৯টা ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে শুরু হওয়ার কথা ছিল এই গ্রহণ। তবে, সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছিল সকাল ১০টা বেজে ১৭ মিনিট ৪৫ সেকেন্ডে। কিন্তু নিম্নচাপের কারনে গোটা রাজ্যে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারনে সকাল থেকে গ্রহণ দেখা যায়নি।কিন্তু প্রায় ১টা ২০ মিনিটে আকাশ পরিস্কার হতেই দেখা যায় গ্রহণের বিরল দৃশ্য।এই গ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার দূর করার লক্ষে পথে নামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি । এই দিন বিজ্ঞান মঞ্চের নেতৃত্বরা শহরের পথ চলতি মানুষদের সামনে খেয়ে দেখান এবং বোঝান কুসংস্কার সম্পর্কে।
এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা কমিটির সহ সম্পাদক সুনীল কুমার সরকার বলেন ,আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে গ্রহণ নিয়ে
কুসংস্কারের মধ্যে রয়েছে তাই আমাদের কর্তব্য মানুষের মধ্যে থেকে কুসংস্কার দূর করা।করা।আমরা জেলা কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষদের বোঝানোর চেষ্টা করছি।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)