যোগে যোগ ২২ গজের তারকাদের
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: যোগ দিবস পালনে সামিল হল দেশের ক্রীড়া মহল। কিংবদন্তি শচীন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর থেকে ভিভিএস লক্ষ্মণ, স্বতন্ত্রভাবে যোগ ব্যায়াম করেছেন প্রত্যেকে। তাঁদের পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিজের যোগ ব্যায়ামের ভিডিও পোস্ট করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। লিখেছেন, কিছুটা সময় বেশি লাগলেও, যোগের মাধ্যমেই হবে।
সপরিবারে যোগ ব্যায়াম করলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন। সেই ছবি টুইটারে পোস্ট করে ভাজ্জি লিখেছেন, যোগই জীবন।
যোগ দিবস উপলক্ষ্যে টুইটারে সুন্দর একটি ছবি পোস্ট করেছেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। লিথেছেন, যোগই নিজস্ব যাত্রা।
ছেলে অর্জুন ও মেয়ে সারার সঙ্গে বাড়িতেই ফাদার্স ডে ও যোগ দিবস পালন করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ছবিতে তিন জনকেই যোগ ব্যায়াম করতে দেখা যাচ্ছে।
ভারতের প্রাক্তন ব্যাটিং কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণও নিজের যোগ ব্যায়ামের ছবি দিয়েছেন টুইটারে। মানুষের জীবনে যোগ ব্যায়ামের গুরুত্ব ঠিক কতটা, তা বুঝিয়েছেন ভেরি ভেরি স্পেশাল। যোগ দিবসে টুইটারে নিজের ছবি দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। লিখেছেন, যোগই জীবনের রাস্তা।
Celebrating #FathersDay by doing some Yoga together!
🧘🏼♂️🧘🏼♀️🧘🏼♂️#InternationalYogaDay pic.twitter.com/n74ubKzik6
— Sachin Tendulkar (@sachin_rt) June 21, 2020
— Virender Sehwag (@virendersehwag) June 21, 2020
Yoga happens beyond the Mat. Anything you do with attention to what you feel is doing Yoga. #InternationalYogaDay pic.twitter.com/Y0vqI17RcK
— VVS Laxman (@VVSLaxman281) June 21, 2020
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)