করোনাভাইরাস নতুন ও বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে
নিউজ ডেস্ক : বিশ্বে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। আক্রান্তের হিসেবে একদিনে এটি সর্বোচ্চ সংখ্যা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরস আধানম গ্রেব্রিয়েসাস এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেন, সংক্রমণ বাড়ার মধ্যেও লকডাউনে মানুষ বিরক্ত হয়ে পড়ায় বিশ্বে করোনাভাইরাসের মহামারির একটি ‘নতুন ও বিপজ্জনক ধাপে’ প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, ভাইরাসটি এখনো দ্রুত তার বিস্তার ঘটিয়ে চলেছে, এটা এখনো প্রাণঘাতী। আমেরিকা ছাড়াও সর্বোচ্চ সংক্রমণের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ৮১৮ জন। আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৫০ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪৬ লাখ ২০ হাজার ৩৭৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
আধানম গ্রেব্রিয়েসাস বলেন, এখনো পর্যন্ত করোনাভাইরাসের কোনো টিকা নেই। যদি কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়, তবে সেটিই হবে করোনা মোকাবিলায় প্রথম টিকা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)