ভারতের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত কারও নেইঃ মোদী
নিউজ ডেস্ক : সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ” চিন ভারত মাতাকে আতঙ্কিত করার চেষ্টা করেছিল,তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের ২০ জন সেনা শহিদ হয়েছেন। তবে চিন ভারতের সীমান্ত টপকে আমাদের দেশে প্রবেশ করতে বা কোনও সেনা চৌকি দখল করতে পারে নি।” লাদাখ নিয়ে ২০ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সবাই দেশের এই কঠিন সময়ে একসাথে লড়ার শপথ নিয়েছেন। আমাদের সেনাদের সম্পূর্ণ সহায়তা আমরা করছি। গত ৫ বছরে সীমান্তে আমরা নিরাপত্তা বাড়িয়েছি। ভারতীয় ভূখন্ডের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত কারও নেই।”
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)