‘বিস্ময় বালক’ আনসুমানে ফাতি, দুরন্ত জয় বার্সার
স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যু-তে
আনসুমানে ফাতির পায়ের যাদুতে ভর করে, লা লিগা খেতাব জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। লুইস সুয়ারেসকে বাইরে রেখে প্রথম একাদশ গড়েছিলেন বার্সা ম্যানেজার কিকে সেতিয়েন। মেসির সঙ্গে শুরু থেকেই রেখেছিলেন ‘বিস্ময় বালক’ আনসুকে। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে তাঁর গোলেই এগিয়ে যায় বার্সা। এই মরসুমে লা লিগায় পঞ্চম গোল করলেন আনসু। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি।
উল্লেখ্য মেসির মতো আনসুর উত্থানও লা মাসিয়া থেকে। আর্জেন্টিনা অধিনায়ক ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন বার্সার অ্যাকাডেমিতে। ২০১২ সালে আনসু যখন লা মাসিয়ায় ভর্তি হন, তখন তাঁর বয়স মাত্র দশ। ২০১৯-’২০ মরসুমে সিনিয়র দলে সুযোগ পান তিনি। তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি করার সময়ই বার্সা কর্তারা বুঝে গিয়েছিলেন, ভবিষ্যতের তারকা আনসু। এই কারণেই তাঁর রিলিজ ক্লজ (ক্লাব ছাড়ার শর্ত) ১০০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫৫ কোটি) ধার্য করেছেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)