“দিলীপ ঘোষ যতবার জেলায় আসবেন ততবার বিজেপি কর্মীরা তৃণমূল-কংগ্রেসে যোগ দেবেন”: অজিত মাইতি
নিজস্ব প্রতিনিধি:- “গত একমাস ধরে বহু বিজেপি সমর্থক তৃণমূল-কংগ্রেসে যুক্ত হয়েছে। এর কারণ, দিলীপ ঘোষ তার নিজের এলাকায় নেই। কর্মীরা কাকে নিয়ে চলবে তা খুঁজে পাচ্ছে না। এই করোনা ভাইরাস ও আমফানে বিজেপি কর্মীদের পাশে নেতৃত্বরা নেই। তাই তারা সদলবলে তৃণমূল-কংগ্রেসে যোগ দিচ্ছে। আরো অনেকে লাইনে আছেন দেখতে থাকুন”। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুরে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের একটি অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল-কংগ্রেসের সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, “দিলীপ ঘোষ যতবার এই জেলায় আসবেন ততবার বিজেপি কর্মীরা তৃণমূল-কংগ্রেসে যোগ দেবেন”।
মূলত কদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, দাঁতন, খড়্গপুর ও কেশিয়াড়ী ব্লকে বিজেপি সমর্থকরা তৃণমূল-কংগ্রেসে যোগ দেন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)