অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট কঠিন লড়াই, বলছেন হিটম্যান
স্পোর্টস ডেস্ক: বছর শেষে কোভিড-১৯ প্রতিকূলতাকে পিছনে ফেলে কঠিন সিরিজ খেলতে উড়ান ধরবে ভারতীয় দল। আর সেই সিরিজ নিয়ে এবার চর্চা শুরু করে দিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে এ বছর পিঙ্ক বলে দিন রাতের টেস্ট খেলবে ভারত। সেই নিয়েই মন্তব্য করেছেন রোহিত।হিটম্যান বলেন, অস্ট্রেলিয়ার মাঠে দিন রাতের পরিবেশে মানিয়ে নেওয়া ভারতীয় ক্রিকেটারদের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে।
উল্লেখ্য পিঙ্ক বলে ভারত এখনও পর্যন্ত দেশের মাটিতে একটি মাত্র টেস্ট ম্যাচই খেলেছে। ২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে কোহলিরা পিঙ্ক বল টেস্টে প্রথমবার ম্যাচ খেলে। সেই টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংস ও ৪৬ রানে ম্যাচ জিতেছিল ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া এখনও সাতটি দিন রাতের টেস্ট ম্যাচ খেলে সাতটিতেই জয় পেয়েছে। এই সাত ক্ষেত্রে অস্ট্রেলিয়া ঘরের মাঠে দিন রাতের পরিবেশে খেলে প্রতিপক্ষকে দুরমুশ করেছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)