প্রয়াত খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, এন্টারটেনমেন্ট ডেস্ক: চলে গেলেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মে, চামেলি কি শাদি, এক রুকা হুয়া ফয়সলা-সহ একাধিক জনপ্রিয় ছবির পরিচালনা করেন বাসু চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে ফের শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।
ফিল্মমেকার অ্যান্ড ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত নিজের ট্যুইটার হ্যান্ডেলে বাসু চট্টোপাধ্যায়ের প্রয়ানের খবর প্রকাশ করেন। বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যু সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন অশোক পণ্ডিত।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে বাসু চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে শেষ যাত্রায় কারা কারা হাজির থাকবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি ||
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)