ছাত্রীর নগ্ন ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, শ্রীঘরে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র
নিউজ ডেস্ক, মালদহ: নাবালিকা ছাত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ। আর এই অভিযোগে ইঞ্জিনিয়ারিং-এর এক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করলো পুলিশ। এই ঘটনায় আরও এক মূল অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্ত ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গ্রেফতার করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলার ছাত্র মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
Advertisement
ধৃত ছাত্রের বিরুদ্ধে ব্ল্যাকমেলিং, অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা সহ একাধিক বিষয়ের অভিযোগ মালদহ সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে। মঙ্গলবার ধৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে সাত দিনের জিজ্ঞাসাবাদের জন্য মালদহ আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ছাত্রের নাম তন্ময় মন্ডল (২০)। তার বাড়ি মালদহ শহরের সানিপার্ক এলাকায়।[ আরোও পড়ুন, সূর্যগ্রহণের পরই মিলবে করোনার প্রকোপ থেকে মুক্তি, চাঞ্চল্যকর দাবি পরমাণু বিজ্ঞানীর]
নির্যাতিতা ছাত্রীর বাড়ি মালদহ শহরের সিঙ্গাতলা এলাকায় । যদিও ওই ছাত্রীর সম্পর্কিত বিশদ তথ্য আপাতত গোপন রেখেছে তদন্তকারী পুলিশ কর্তারা। সাইবার ক্রাইম থানার তদন্তকারী এক কর্তা জানিয়েছেন, ওই ছাত্রীর নিজের মোবাইলে একান্ত গোপনীয় কিছু ছবি তুলে রেখেছিল। যেটা কোনও ভাবে ওই ছাত্রীর বন্ধু অনুরাগ মুখোপাধ্যায় নিজের এক ঘনিষ্ঠ বন্ধুকে দেয়। অভিযুক্ত অনুরাগের বাড়িও ওই ছাত্রীর বাড়ির এলাকায়। ঘটনাচক্রে অনুরাগের মোবাইল থেকেই ওই ছাত্রীর নগ্ন ছবি তন্ময় মন্ডলের হাতে চলে আসে ।[ আরোও পড়ুন, মাস্ক না পড়লে ৫ হাজার টাকা ফাইন, কঠোর উত্তরাখণ্ড প্রশাসন ]
ওই ছাত্রীর নিজের থেকে তোলা কিছু গোপন মুহূর্তের ছবি পেয়ে যাওয়ার পরই নানাভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে শুরু করে অভিযুক্ত ইঞ্জিনিয়ারিং ছাত্র। এমনকি ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ। এরপরই বিষয়টি ওই ছাত্রীর পরিবারের লোকেরা জানতে পারে। তারপরই সোমবার রাতে নির্যাতিতা ছাত্রীর মা মালদহ সাইবারক্রাইম থানায় অভিযুক্ত তন্ময় মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে , ধৃত ছাত্র কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের পাঠরত । লকডাউনের জেরে আপাতত সে মালদহতেই রয়েছে । এরই মধ্যে নাবালিকা ছাত্রীর গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করাতেই ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ওই ছাত্রীর মা পুলিশকে অভিযোগে জানিয়েছেন, মোবাইল চুরি করার পরই তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। এব্যাপারে কিছুই জানতাম না । পরে মেয়ের মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনেই, পুলিশে অভিযোগ দায়ের করেছি। আমরা অভিযুক্ত ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)