মেদে ছড়াচ্ছে ক্যান্সার!
নিউজ ডেস্ক : কিছুদিন আগেই রুটিন মাফিক রক্ত পরীক্ষা করিয়েছেন। লিপিড প্রোফাইলে দেখা গেছে LDL-এর মাত্র বেশ খানিকটা বেশি। অতএব আপনার মনে সামান্য চিন্তা উঁকি দিয়ে গেছে। হবে নাই বা কেন, বিভিন্ন পত্র পত্রিকা আবার কখনও আপনার ডাক্তারের মুখেই বহুবার শুনেছে, LDL-এর মাত্রা বেশি থাকা মানেই হৃদযন্ত্রটির জীবনে রেড অ্যালার্টের চোখ রাঙানি। কিন্তু শুধু হার্ট নয়, রক্তে উচ্চ LDL মাত্রা ডেকে আনতে পারে ক্যান্সারও।
সম্প্রতি সেল রিপোর্টস নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণা। বিজ্ঞানীরা দেখেছেন, LDL বা ব্যাডকোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারলে ক্যান্সার কোষের বৃদ্ধিতে রাশ টানা সম্ভব হবে। গবেষণায় দেখা গেছে টিউমার লিপিডকে বিল্ডিং ব্লক হিসেবে ব্যবহার করে। VLDL এবং LDL-এ থেকে লিপিড শুষে নিয়ে ক্রমেই বাড়তে থাকে শরীরের ভেতরের টিউমার।
]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)