শহীদ জওয়ানদের স্মৃতির উদ্যেশ্যে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির 

শহীদ জওয়ানদের স্মৃতির উদ্যেশ্যে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির

কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান : এবাদত ইসলাম (খণ্ডঘোষ)পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সেহারাবাজার রহমানিয়া আল-আমিন মিশনের উদ্যোগে সেহারাবাজার নার্সিংহোমের ব্যবস্থাপনায় এবং দক্ষিণ দামোদর নিউজ এর সহযোগিতায় লাদাখে  শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এক  স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।  

রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন এসডিপিও (সদর সাউথ) আমিনুল ইসলাম খান।  রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও(সদর, সাউথ ) আমিনুল ইসলাম খান ছাড়াও খণ্ডঘোষ থানার ওসি প্রসেনজিৎ দত্ত ,সেহারাবাজার আউট পোষ্টের  এসআই  রাকেশ মাহাতো ,  সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন এর সম্পাদক হাজী কুতুবুদ্দিন, সম্পাদক শফিকুল ইসলাম , সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন এর সভাপতি 
হাজি বদরুল আলম, বিশিষ্ট সমাজসেবী আজিমউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার, সেখ নিজাম সহ বিশিষ্টজনেরা। রক্তদান শিবিরে আসা ৬২জন রক্তদাতা তাঁরা  তাঁদের  অমূল্য রক্তদান করেন। 
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির।  সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কলকাতা কোঠারি  মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে ।  রক্তদানের প্রথম এবং প্রধান কারণ,একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে।

পূর্ব বর্ধমান




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন