চলতি সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু, করোনা মুক্তির রাস্তায় আমেরিকা

চলতি সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু, করোনা মুক্তির রাস্তায় আমেরিকা

নিউজ ডেস্ক, ওয়াশিংটন: মৃত্যুমিছিল থেকে হয়তো রক্ষা পাচ্ছে আমেরিকা। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হল ৩৮২ জনের। যারফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৫ হাজার ৭২৯ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যাচ্ছে।

এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে এটাই আমেরিকায় একদিনে সর্বনিম্ন মৃত্যু। নইলে গত কয়েকদিন ধরে আমারিকায় মৃত্যু হচ্ছে প্রতিদিন গড়ে ৮০০ জনের।

বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। রবিবার রাত সাড়ে ৮ টা (স্থানীয় সময়) পর্যন্ত আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৩ হাজারেরও বেশি।

করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এত মৃত্যুর পাশাপাশি ধাক্কা খেয়েছে মার্কিন অর্থনীতি।

লাফ দিয়ে বাড়ছে বেকারত্ব। এর ফলে ট্রাম্প প্রশাসন এইচ ওয়ান বি ভিসা সহ বিদেশি কর্ম প্রার্থীদের জন্য সব রকমের ভিসা অনুমোদন বন্ধ করে দিতে পারে বলে আমেরিকার সংবাদমাধ্যমে খবর।

এমন খবরে স্বাভাবিকভাবেই আমেরিকায় কর্মরত ভারতীয় তথা অন্যান্য দেশের সেইসব মানুষজনের দুশ্চিন্তা বাড়াটাই স্বাভাবিক। যদিও ওই খবরটিতে এইসব নাগরিকদের অসুবিধা হবে না বলে ইঙ্গিত দিয়েছে।

‌তবে হোয়াইট হাউস এখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। যদিও আবার একথা অস্বীকারও করেনি। বিশেষত ট্রাম্পের আমেরিকা ফাস্ট নীতি এদের দুশ্চিন্তা বাড়িয়েছে। নভেম্বরে ভোটকে মাথায় রেখে দেশের মানুষের কাছে জনপ্রিয় হতে ট্রাম্প তেমন কিছু করতে পারে বলে আশঙ্কা দানা বাঁধছে।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন