ভারতীয় দলের কোচ হতে চান প্রাক্তন ভারত অধিনায়ক

ভারতীয় দলের কোচ হতে চান প্রাক্তন ভারত অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: সুযোগ পেলে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান । ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে যদি একবার সুযোগ দেওয়া হয় তাহলে আমি কোচিং করানোর জন্য রাজি আছি ।”
তিনি আরও বলেন, “এখন অনেক বেশি সাপোর্ট স্টাফ দলের সঙ্গে থাকে । যেমন আমি ব্যাটিং-ফিল্ডিংয়ে বিশেষ দক্ষতা রাখি । আমি যদি কোনও দলের কোচ হই তাহলে আলাদা করে ব্যাটিং কোচের দরকার আছে কি ?” হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি আজ়হার IPL নিয়ে আশাবাদী । তাঁঁর মতে, কোরোনা সংক্রমণের জন্য IPL বন্ধ হলেও পরে এর আয়োজন হতে পারে । অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ না হলে BCCI ওই সময় IPL-এর আয়োজন করতে পারে বলে মনে করছেন আজহার । তিনি আরও বলেন, “কেউ পছন্দ করুন বা না করুন IPL গত 10-12 বছর ধরে ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে । এই একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রিকেটাররা ভালো পারফর্ম করলে দ্রুত নজরে আসেন 

হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বসে কেমন মনে হচ্ছে ? উত্তরে আজহার বলেন, "এটা যথেষ্ট চ্যালেঞ্জিং । 226টি ক্লাব রয়েছে এবং আমাকে নিরপেক্ষ হয়ে সেই ক্লাবগুলি পরিচালনা করতে হয় । এর থেকে একটা ক্রিকেট টিম পরিচালনা করা অনেক সোজা ।" আজ়হার ভারতীয় দলের হয়ে 99টি টেস্টে 6 হাজার 215 রান করেছেন । 334টি একদিনের ম্যাচে 9 হাজার 378 রান করেছেন ।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন