BREAKING: LOC তে মর্টার হামলা চালাল পাকিস্তান, শহিদ জওয়ান

BREAKING: LOC তে মর্টার হামলা চালাল পাকিস্তান, শহিদ জওয়ান

নিউজ ডেস্ক, শ্রীনগর: ফের সীমান্তে আঘাত হানল পাকিস্তান। পাক গোলা বৃষ্টি ও মর্টার হামলায় এক তরুণ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর রয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও প্ররোচনা ছাড়াই উস্কানিমূলক কাজ করে চলেছে পাকিস্তান।


পুঞ্চ জেলার কিরনী সেক্টরের শাহপুরের কাছে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। এতে এক জওয়ান শহিদ হয়েছেন ও অন্যদুজন দু’জন গুরুতর আহত হয়েছেন। সীমান্তের ওপার থেকে সেনা ছাউনি লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করা শুরু করে পাকিস্তান। যদিও এর পালটা উপযুক্ত জবাব দেয় ভারতীয় সেনা। ভারতের পালটা জবাবে পাকিস্তানি বেশ কয়েকটি পোস্ট ভেঙে পড়েছে বলে সূত্র মারফত খবর রয়েছে।

দিন কয়েক আগেই অধিকৃত কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের ওপারে থাকা একাধিক পোস্ট উড়িয়ে দিয়েছে ভারত। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে এদিন ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাকিস্তান। তাই, এইভাবে জবাব দিয়েছে ভারত।

পরিসংখ্যান বলছে গত ছয় মাসে পাক সেনা ভারত সীমান্তে ২০০০ বারেরও বেশি সময় হামলা চালিয়েছে। বিনা প্ররোচনাতেই এই হামলা চলেছে বলে খবর।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল দেবেন্দর আনন্দ শনিবার জানান ২০২০ সালে সীমান্ত বারবার উত্তপ্ত করে তুলেছে পাক সেনা। নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত হামলা চালানো হয়েছে পাকিস্তানের তরফে। তিনি এদিন বলেন জুন মাসের প্রথম ১০ দিনেই ১১৪ বার হামলা চালিয়েছে পাক সেনা। যেখানে ২০১৯ সালে গোটা জুন মাসে ১৮১ বার হামলা চলেছিল। ২০১৮ সালে জুন মাসে হামলা হয়েছিল ১৮ বার।

প্রতিরক্ষা মন্ত্রকের এই মুখপাত্র জানান, ২০১৮ সালে যত হামলা হয়, চলতি বছরে শুধু জুন মাসেই তার চেয়ে বেশি হামলা চালিয়েছে পাকিস্তান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকেই হামলার মাত্রা বেড়েছে বলে এদিন জানান দেবেন্দর আনন্দ। তিনি বলেন এর মাত্রা আরও বাড়তে পারে বছরের বাকি সময়ে।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন