TiKTok বন্ধ হচ্ছে, বাজার ধরতে ইউটিউবের নতুন উদ্যোগ
নিউজ ডেস্ক: গানের কথার সঙ্গে আকারে ছোট ভিডিও তৈরির সুযোগ থাকায় বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ‘টিকটক’। অ্যাপটির জনপ্রিয়তায় ভাগ বসাতে ‘শর্ট ভিডিও’ চালু করছে ইউটিউব। ফিচারটির সাহায্যে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন গান যুক্ত করা যাবে। চাইলে গিটার, ড্রামস বা বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দও যুক্ত করা যাবে। ফলে একই গানের একাধিক অংশের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করার সুযোগ মিলবে।
বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরখ করছে ইউটিউব। সব ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই ইউটিউব অ্যাপে ফিচারটি চালু হতে পারে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)