বৃষ্টিতে আর ম্যাচ বাতিল নয়! বিশ্বের প্রথম হাইটেক স্টেডিয়াম তৈরি হচ্ছে ভারতে

বৃষ্টিতে আর ম্যাচ বাতিল নয়! বিশ্বের প্রথম হাইটেক স্টেডিয়াম তৈরি হচ্ছে ভারতে

স্পোর্টস ডেস্ক : পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে ভারতেই। এবার তালিকায় আরেক ক্রিকেট স্টেডিয়ামের নাম যুক্ত হবে। শুধু স্টেডিয়ামেই নয় বিশ্বের প্রথম হাইটেক স্টেডিয়াম। এই স্টেডিয়ামে যে সব সুযোগ সুবিধা পাওয়া যাবে, তা বিশ্বের আর কোনো বড় ক্রিকেট স্টেডিয়ামও নেই। বৃষ্টি হলেও ম্যাচ আর বন্ধ হবে না। ক্রিকেট স্টেডিয়ামে সাধারণত ছাদ থাকে না কিন্তু চণ্ডীগড়ে এই হাইটেক স্টেডিয়ামে বৃষ্টি থেকে ম্যাচ বাঁচানো সহ অনেক অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। এই স্টেডিয়ামটি গ্রিন বিল্ডিংস কনসেপ্ট অনুযায়ী তৈরি করা হবে।

জানা যাচ্ছে, আট লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে এই স্টেডিয়াম করতে দেড়শো কোটি টাকা খরচ হবে। মোহালির স্টেডিয়ামের থেকেও তিনগুণ বড় হবে এই হাইটেক স্টেডিয়াম। যে কোনও পরিস্থিতিতে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে এই স্টেডিয়ামে। বৃষ্টি হোক কিংবা রোদ, দর্শকদের আর বিপদের মুখে পড়তে হবে না। এই হাইটেক স্টেডিয়ামে Rain Water Harvesting System থাকবে যার ফলে বৃষ্টির জল ধরে রেখে, নতুন করে ব্যবহার করা যাবে। এছাড়াও এই স্টেডিয়ামে সৌর বিদ্যুতের মাধ্যমে ইলেকট্রিসিটি থাকবে‌। স্টেডিয়ামের সাইডে লাগানো থাকবে অনেক গাছ।

প্রসঙ্গত, এই হাইটেক স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম উন্নতমানের করা হবে। যার ফলে বৃষ্টি থামা ৩০ মিনিটের মধ্যেই খেলা শুরু হবে। এছাড়াও বৃষ্টি চললে পিচ ও আউটফিল্ডের কোনওরকম ক্ষতির সম্ভাবনা থাকবে না। এই স্টেডিয়াম থেকে দর্শকরা এক নতুন অভিজ্ঞতা অর্জন করবে। কিন্তু কবে এই স্টেডিয়ামের কাজ শেষ হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। ইতিমধ্যেই হাইটেক স্টেডিয়ামের নির্মাণ কাজ কাজ শুরু হয়ে গিয়েছে।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন