১ বছর পিছিয়ে গেল এশিয়া কাপ, সৌরভের বক্তব্যকেই মান্যতা
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক:বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবিকেই সত্যি প্রমাণ করে করোনা ভাইরাসের জেরে এশিয়া কাপ এ বছরের জন্য স্থগিত বলে ঘোষণা করা হল। পরিবর্তে ২০২১ সালের জুনে শ্রীলঙ্কাতেই টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। বিসিসিআইয়ের আপত্তিতে টুর্নামেন্টে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় এশিয়া কাপ স্থগিত করে দেওয়াই সমীচিন বলে মনে হয়েছে। ২০২২ সালে পাকিস্তানে টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য বুধবার ইনস্টাগ্রাম আড্ডায় করোনা ভাইরাসের জেরে এবছরের এশিয়া কাপ চলতি বছরের জন্য বাতিল হয়েছে বলে জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্যে চটে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। যদিও শেষ পর্যন্ত সৌরভের বক্তব্যকেই মান্যতা দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)