শহিদের মঞ্চেই বিজেপিকে বড় ধাক্কা, তৃণমূলে যোগ বহু নেতা কর্মীর





শহিদের মঞ্চেই বিজেপিকে বড় ধাক্কা, তৃণমূলে যোগ বহু নেতা কর্মীর







নিউজ ডেস্ক: করোনাময় পরিস্থিতির কারণে এই প্রথম কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ বন্ধ। তার জায়গায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ‘ভার্চুয়াল সভা’র আয়োজন করেছে শাসক দল। জেলার প্রতি ব্লকে শোনানো হয় মমতার বক্তব্য।




সেই মতো মঙ্গলবার বাঁকুড়ার পাত্রসায়রে শহীদ দিবস পালনের মঞ্চ করা হয়। শহিদের মঞ্চ থেকেই বিজেপিকে বড় ধাক্কা। তৃণমূলে যোগ ২০০জন বিজেপি কর্মীর। সদ্য তৃণমূলে যোগ দেওয়া ওই বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা ও পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিংহ। শক্ত ঘাঁটি বাঁকুড়াতে ফের একবার ধাক্কা বিজেপির।




দলনেত্রীর নির্দেশ মেনে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও শহীদ দিবস পালন করছে তৃণমূল। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর একটায় জেলার প্রতিটি বুথে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তৃণমূলের ‘শহীদ তর্পণ’ শুরু।




বাঁকুড়া শহরের জেলা তৃণমূল ভবনে ‘জায়ান্ট স্ক্রিণে’ দলনেত্রীর বক্তব্য দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। সেখানে নিজে উপস্থিত থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ওই পর্দায় চোখ রেখেছিলেন জেলা সভাপতি শুভাশীষ বটব্যাল নিজে। একইভাবে জেলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ‘ভার্চুয়াল সভা’ ও তাঁর বক্তব্য সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে দিতে বেশ কিছু পদক্ষেপ তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল।




কোতুলপুর সিনেমাতলায় এই কর্মসূচীতে নিজে উপস্থিত ছিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা কার্যকরী সভাপতি, স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। দলনেত্রীর সভা শুরুর আগে এক সভায় বক্তব্য রাখেন শ্যামল সাঁতরা। পরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বসেই জায়ান্ট স্ক্রিণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনেন তিনিও।




তৃণমূলের বাঁকুড়া জেলা কার্যকরী সভাপতি, স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ২১ জুলাইয়ের শহীদদের হাত ধরেই মা মাটি মানুষের সরকারের প্রতিষ্ঠা হয়েছে। তাঁদের স্মৃতি তর্পণ আমরা প্রতিবছর করি। চোখে না দেখা করোনা ভাইরাসের কারণে এবার বড় সমাবেশ বন্ধ ছিল। দলনেত্রীর নির্দেশ মেনে জেলার প্রতিটি বুথ, অঞ্চল, ব্লক স্তরে আলাদা আলাদাভাবে শহীদ দিবস পালন করা হয়েছে বলে তিনি জানান।




উল্লেখ্য, বিজেপিতে ভুল করে গেলে চলে আসুন, রাজ্যে আমরা আইনের শাসন দেব। কালীঘাটে ২১ এর মঞ্চ থেকে এমটাই বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।




তিনি বলেন, এজেন্সি দিয়ে অত্যাচার করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলার সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন মমতা। তবে এসব করে কিছু হবে না বলেই মন্তব্য তৃণমূল নেত্রীর।




তৃণমূলনেত্রী বলেন, ‘টাকা দিয়ে রাজ্য়ে- রাজ্য়ে সরকার ভাঙছে বিজেপি৷ বাংলার সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে৷ চক্রান্ত করে কী হবে, ভয় পাই না৷ কাল হয়তো আমার উপরে অত্য়াচার হবে৷ বিজেপি ভাবছে ওরাই সব শাসন করবে৷ বাংলাকে কব্জা করা যাবে না’।




গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মমতা আরও বলেন, ‘বিজেপির জামানত জব্দ হবে৷ বিজেপিকে সমর্থন করলে ঠকবেন৷ জীবনও যাবে জীবিকাও যাবে৷’ একইসঙ্গে নাম না করে মোদী-শাহকে বিঁধে তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘যাঁরা এজেন্সি দিয়ে দেশ চালান, তাঁরা দেশের নেতা নন৷ তৃণমূলের উপর ভরসা রাখুন৷ ২০২১ সালে ফের তৃণমূলই সরকার গড়বে৷’





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন