মাত্র ৫% রোগীর অবস্থা সঙ্কটজনক, ১৫ অগস্টের মধ্যে বড় ঘোষণা মমতার
নিউজ ডেস্ক: কোভিড একটু বেড়েছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই৷ বেশি টেস্ট করলে সংখ্যাটা বাড়বে৷ মঙ্গলবার ভার্চুয়াল সভা থেকে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি আরও জানালেন,করোনা টেস্ট ১৫ অগস্টের মধ্যে প্রতিদিন ২৫ হাজারে নিয়ে যাওয়ার চেস্টা করছি আমরা৷ এখন প্রতিদিন ১৩ হাজার টেস্ট হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷
করোনা নিয়ে যথেষ্ট উদ্বেগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর কথাতেই পরিষ্কার। ২১ এর ভার্চুয়াল মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে মৃত্যুর হার ২.৫৬%, কমিয়ে ফেলব। সাধারণ মানুষকে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জ্বর, শ্বাসকষ্ট হলে অবশ্যই ডাক্তার দেখান। রাজ্যে ৮৭% রোগীর অবস্থা গুরুতর নয়। রাজ্যে মাত্র ৫% রোগীর অবস্থা সঙ্কটজনক বলে এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে বাংলায় কোভিডের জন্য ১৮ হাজার বেড আছে ৷ ১১ হাজার কোভিড হাসপাতাল রয়েছে৷ ৭ হাজার সেফ হোম আছে৷ তবে এটা ২৩ হাজার ৫০০ হয়ে যাবে আগামী ৩১ অগস্টের মধ্যে, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রীর।
তিনি বলেন, বাংলায় ১০ কোটির বেশি মানুষ ৷ বাংলার সঙ্গে তুলনা করা চলা না৷ কোভিড একটু বেড়েছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই৷ আমরা টেস্টটা বেশি করছি৷ আগামী দিন এর ওষুধ বের হবে,এটা আমাদের ধারণা৷ আমরা মনে করি আসতে আসতে এটা ঠিক হয়ে যাবে৷
অন্যদিক এদিন ভার্চুয়াল শহিদ মঞ্চ থেকে করোনায় মৃত তৃণমূল বিধায়ক, স্বাস্থ্য কর্মী, ডাক্তার এবং পুলিশ কর্মীদের জন্যেও শ্রদ্ধা জানান। কিন্তু এরপরেও সবাই যেভাবে কাজ কর চলেছেন সেজন্য সমস্ত সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের স্যালুট জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।
প্রসঙ্গত, সোমবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৮২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৭৬৯ জন৷ রাজ্যে প্রতিদিনই ২০০০ বেশি আক্রান্ত হচ্ছে৷ রবিবার থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,১৪৭ জনে৷ কিন্তু অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও ১৭ হাজার ছাড়াল৷ এই মূহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ১৭,২০৪ জন৷
একদিনে বেড়েছে ৭১২ জন৷ যদিও একদিনে ১,৫৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠার এটা সর্বোচ্চ রেকর্ড৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৬,৪১৮ জন৷ যে ৩৫ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ১৬ জন৷ উত্তর ২৪ পরগনার ৮ জন৷
দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৭ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১৩,০৮১টি ৷এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৭ লক্ষ ১৬ হাজার ৩৬৫ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৭,৯৬০ জন৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫৪টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।