শেষ দিনে কঠিন লড়াইয়ের সামনে ক্যারিবিয়ানরা, পিচের ভাঙন বড় ফ্যাক্টর
স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর অবিশ্বাস্য প্রত্যাবর্তন ইংরেজদের। দীর্ঘ কয়েক মাস পর ক্রিকেট ফিরেছে বিশ্বে। তবে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা দেখে মনে হচ্ছিল একতরফা ভাবেই টেস্ট জয় নিশ্চিত করবে ক্যারিবিয়ানরা। কিন্তু রোমাঞ্চকর ভাবে ঘুরে দাঁড়িয়ে টেস্টে ফলাফল পাওয়ার অপেক্ষায় দুই দলই।
চতুর্থ ইনিংসে ব্যাট করার আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে যা অশনি সঙ্কেত। এই পরিস্থিতি কাজে লাগাতে হবে ইংল্যান্ডের তরুণ অফস্পিনার ডমিনিক বেস ও সুইং মাস্টার অ্যান্ডারসনকে। উইকেটের একদিক যেহেতু ভাঙতে শুরু করেছে, সেখানে বল পড়লে নড়াচড়া করবেই। যা কাজে লাগাতে হবে ইংল্যান্ডকে। কারণ চতুর্থ দিনের শেষে যে ভাবে বড় রানের পথে এগিয়েছে ইংল্যান্ড, সেখানে টেস্ট জিততে হলে দ্বিতীয় ইনিংসে ঠান্ডা মাথায় উইকেট ধরে রেখে লড়াই চালিয়ে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
দিনের শেষে ইংল্যান্ডের রান আট উইকেট হারিয়ে ২৮৪। এগিয়ে ১৭০ রানে। পঞ্চম দিন দ্রুত ৫০ রান যোগ করে যদি বিপক্ষকে ব্যাট করতে পাঠানো হয়। রান তুলতে সমস্যায় পড়বে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিনে এই পিচে আরও ভাঙন ধরবে। তখনই দায়িত্ব বাড়বে অ্যান্ডারসন ও বেসের। উল্লেখ্য ম্যাচ জুড়ে নজর কেড়েছে গ্যাব্রিয়েল। ক্রিজের কোণ থেকে উইকেটের সোজাসুজি বল করে গেল দ্বিতীয় ইনিংসে। অলি পোপ যে ডেলিভারিতে বোল্ড হয় তা হয়তো ম্যাচের সেরা। ইনসুইং ডেলিভারি অফস্টাম্পে পড়ে সামান্য বাইরের দিকে বাঁক নিতেই আছড়ে পড়ে স্টাম্পে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)