ব্ল্যাকউডের দাপটে ক্যারিবিয়ানদের জয় দিয়েই, ক্রিকেট ফিরল বিশ্বে
স্পোর্টস ডেস্ক: জয় দিয়েই বিশ্বে ক্রিকেট ফেরাল ক্যারিবিয়ানরা। করোনা পরিস্থিতিতে কয়েক মাস খেলা বন্ধ থাকার পর, শুরু হওয়া প্রথম টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে শেষ হাসি হাসল ওয়েস্ট ইন্ডিজ। দর্শক শূন্য স্টেডিয়ামেই রোমাঞ্চকর জমজমাট টেস্ট উপহার দিল দুই দলই। ম্যাচের শেষ দিনে ৪ উইকেটে টেস্ট জিতে নিল ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে জয়ের অন্যতম নায়ক হয়ে উঠলেন ব্ল্যাকউড। অল্পের জন্য শতরান হাতছাড়া করে ৯৫ রানে ফিরে যান ব্ল্যাকউড।
দ্বিতীয় ইনিংসে জেতার জন্য ২০০ রান তাড়া করতে নেমে একটা সময়ে পর পর উইকেট হারিয়ে নড়বড়ে দেখাচ্ছিল ক্যারিবিয়ানদের। ঠিক তখন ব্ল্যাকউড রুখে দাঁড়ান।ওয়েস্ট ইন্ডিজকে জয়ের রাস্তায় তুলে দিয়ে তিনি ফেরেন। ব্ল্যাকউডের অসমাপ্ত কাজটা শেষ করেন অধিনায়ক হোল্ডার ও ক্যাম্পবেল। প্রথম ইনিংসে ইংল্যান্ড শেষ হয়ে যায় ২০৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছিল ৩১৮ রান। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসদের পঞ্চম দিনে ৩১৩ রানে অল আউট করেন জ্যাসন হোল্ডারের ছেলেরা। গ্যাব্রিয়েল নেন পাঁচটি উইকেট। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পান তিনি। সিরিজে এগিয়ে যেতে হলে ২০০ রান তুলতে হবে ক্যারিবিয়ানদের। হাতে ছিল ৮৮ ওভার। এই অবস্থায় দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে আঘাত হানেন জোফ্রা আর্চার। ব্র্যাথওয়েট (৪), শাই হোপ (৯) ও ব্রুকস-এর (০) উইকেট দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। চোট পেয়ে অবসৃত হন ক্যাম্পবেল (১)। লাঞ্চের সময়ে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল তিন উইকেটে ৩৫। এই পরিস্থিতি থেকে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গড়ার কাজ করেন রস্টন চেজ এবং ব্ল্যাকউড। তবে দিনের শেষ পর্যন্ত দুরন্ত ব্যাটিং করে টেস্ট জিতে সাউদাম্পটনে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)